প্রতিশ্রুতি অনুযায়ী সীমান্তের এপারে আটক হওয়া চিনা সেনাকে ফিরিয়ে দিল ভারত। মঙ্গলবার রাতে চুশুল-মলডো সীমান্তে চিনের ওই সেনা সদস্যকে পিপলস লিবারেশন আর্মির কাছে হস্তান্তর করা হয়।
এর আগে সোমবার সকালে লাদাখ সীমান্তের চুমার-ডেমচক এলাকা থেকে পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) এক সেনাকে আটক করে ভারতীয় বাহিনী। প্রাথমিকভাবে ভারতীয় সেনা তখনই জানায়, ভারতে ঢুকে পড়া চিনা সেনার নাম ওয়াং ইয়া লং। তার কাছে বেশকিছু সামরিক নথি পাওয়া গিয়েছে। সেনা সূত্রে বলা হয়েছিল, গুপ্তচরবৃত্তি নাকি অনিচ্ছাকৃত ভুলে ওই সেনা ভারতে ঢুকে পড়েছে, তা তদন্ত করে খতিয়ে দেখা হবে।
লাল ফৌজের ওই সেনাকে আটকের পরই চিনের পক্ষ থেকে খোঁজখবর নেওয়া শুরু হয়। ওই সেনাকে কোথায় রাখা হয়েছে তা ভারতের কাছে জানতে চায় চিন। জবাবে ভারত জানায়, তদন্তের পরে প্রোটোকল মেনে চুশুল-মলডো পয়েন্টে পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-র আটক সেনাকে চিনের হাতে তুলে দেওয়া হবে। সেইমত হস্তান্তর করা হল আটক চিনা সেনাকে।
আরও পড়ুন-দাউদ ঘনিষ্ঠর কয়েক কোটির সম্পত্তি বাজেয়াপ্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের




































































































































