করোনা আক্রান্ত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী সহ ১১

0
2

এবার করোনা পজিটিভ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। একইসঙ্গে তাঁর রিপোর্টও পজিটিভ এসেছে। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয় চত্বরের ২ চিকিৎসক সহ ১১ জনের শরীরে ভাইরাস থাবা বসিয়েছে। তার জেরে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো বিশ্ববিদ্যালয়। সংক্রমণ রুখতে স্যানিটাইজ করা হবে বিশ্বভারতী চত্বর।

জানা গিয়েছে, দিনকয়েক আগে উপাচার্যের গাড়ির চালক ভাইরাসে আক্রান্ত হন। এরপরই উপাচার্য ও কর্মসচিবের অফিস সিল করা হয়। এরই মধ্যে উপাচার্যের অফিসের কয়েকজনের উপসর্গ দেখা দেয়। উপাচার্য, ভারপ্রাপ্ত কর্মসচিব-সহ বিশ্বভারতী বিভিন্ন দফতরের প্রায় ১৫০ কর্মীর করোনা পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন পিয়ারসন হাসপাতালে সংশ্লিষ্টদের নমুনা পরীক্ষা করানো হয়। হাসপাতাল সূত্রে খবর, উপাচার্য এবং তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে। পাশাপাশি হাসপাতাল জানিয়েছে, ২ চিকিৎসক সহ ১১ জন আক্রান্ত হয়েছেন। এই আবহে বিশ্ববিদ্যালয় খোলার ঝুঁকি নিতে চাইছে না কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে আতঙ্ক ছড়িয়েছে হস্টেলে থাকা পড়ুয়াদের মধ্যেও। সূত্রের খবর, ধাপে ধাপে তাঁদেরও নমুনা পরীক্ষানো করানো হবে।

আরও পড়ুন:কোভিডজয়ীদের জন্য ‘রিকভারি ক্লিনিক’ চালু অ্যাপোলোতে