বেলেঘাটা বিস্ফোরণ: রাজ্যপালের কাছে ফের বিজেপি

0
4

এবার বিজেপির জেলা কমিটিগুলিকেও সময় দিতে শুরু করলেন রাজ্যপাল। শনিবার উত্তর কলকাতা জেলা গেল রাজভবনে। সভাপতি শিবাজী সিংহরায় দিলেন দুটি চিঠি। বিষয় এক, বেলেঘাটা বিস্ফোরণ। দুই, নবান্ন অভিযানে পুলিশের হাতে শিবাজীবাবুর নিগ্রহ। রাজ্যকে তুলোধোনা করে কেন্দ্রের হস্তক্ষেপ চেয়েছেন শিবাজী। রাজভবনে প্রতিনিধিদলে ছিলেন আইনজীবী সোমব্রত মণ্ডল, আকাশ জয়সওয়াল প্রমুখ। বিজেপি সূত্রের খবর, জেলা হিসেবে এদিন রাজ্যপাল সময় দেননি। আইনজীবী সোমব্রতর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের খাতিরেই সময় দিয়েছিলেন।

আরও পড়ুন-করোনাক্রান্ত দিলীপকে দেখতে মাস্ক ছাড়া কৈলাসরা? ছবি নিয়ে ধন্দ

Set featured image