মণীশ শুক্লা খুনে এবার দুই পুরসভার প্রশাসককে তলব করল সিআইডি। বৃহস্পতিবার, বারাকপুর পুরসভার প্রশাসক উত্তম দাস ও টিটাগড়র পুরসভার প্রশাসক প্রশান্ত চৌধুরীকে তলব করা হয়েছে। মণীশ শুক্লা খুনে তাঁর পরিবারের তরফ থেকে দায়ের করা এফআইআর-এ দুজনেরই নাম রয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
টিটাগড়ে দলীয় কার্যালয়ের সামনেই গুলিতে ঝাঁঝরা হয়ে মৃত্যু হয় বিজেপি নেতা মণীষ শুক্লার। তদন্তে নেমে জানা যায়, এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড বসে ছিল বিহারের জেলে। এই হত্যকাণ্ডে সুবোধ রায়ের ভূমিকা সামনে আসে তদন্তকারীদের সামনে। কিন্তু ভোট আর আইনের জটে সেই কুখ্যাত দুষ্কৃতী সুবোধ রায়কে নালন্দা জেলেই রাখতে হয়েছে সিআইডি-কে। তবে দুই পুর প্রশাসককে জেরা করে খানিক জট খুলতে পারে বলেই আশা তদন্তকারীদের।
সূত্রের খবর, বারাকপুরের এসবি অফিসে হাজিরা দিয়েছেন প্রশান্ত চৌধুরী ও উত্তম দাস। মণীশ খুনে এফআইআরে যেহেতু দুই পুর প্রশাসককের নাম থাকায় এই বিষয়ে তাঁদের কী ভূমিকা ছিল কি না, জিজ্ঞাসাবাদে জানার চেষ্টা করবেন তদন্তকারীরা। সূত্রের খবর, বিজেপি নেতার খুনের দিন দু’ জন কোথায় ছিলেন, খুনের নেপথ্যে আদৌ এঁদের কোনও ভূমিকা আছে কি না তা, জানার চেষ্টা চলছে।


































































































































