ইডি-র উচ্চ পদে রদবদল। পূর্বাঞ্চলের স্পেশাল ডিরেক্টর যোগেশ গুপ্তাকে পাঠানো হল দিল্লিতে স্পেশাল ডিরেক্টর-অ্যাডজুডিকেশন পদে। আর তাঁর জায়গায় পূর্বাঞ্চলের ডিরেক্টর পদে অতিরিক্ত দায়িত্ব পেলেন অভিজ্ঞ আইআরএস অফিসার বিবেক ওয়াদেকরকে।
১৯৯৩ সালের ব্যাচের কেরালা ক্যাডারের আইপিএস অফিসার যোগেশ গুপ্তা। তাঁর হঠাৎ বদলির কারণ নিয়ে বিভিন্ন মহলে জল্পনা চলছে। যোগেশ গুপ্তা চিটফান্ড, আয়ের অতিরিক্ত সম্পত্তি মামলা সংক্রান্ত বিভিন্ন তদন্তের দায়িত্বে ছিলেন। তবে, কেন্দ্রের বক্তব্য, এটা রুটিন বদলি। এইসব ক্ষেত্রে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একজন তদন্তকারী অফিসারকে বেশিদিন এক জায়গায় রাখাটা দস্তুর নয়। তাতে, তদন্ত প্রভাবিত হওয়ার সম্ভাবনা থাকে।
রাজীব গান্ধী ফাউন্ডেশন এবং ইন্দিরা গান্ধী মেমোরিয়াল ট্রাস্টের বিরুদ্ধে ওঠা আর্থিক অনিয়ম খতিয়ে দেখার জন্য আন্তঃমন্ত্রক কমিটির নেতৃত্বে ছিলেন ১৯৯১ সালের আইআরএস অফিসার বিবেক ওয়াদেকর। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীর পছন্দের অফিসার বলেই পরিচিত তিনি। ২০১৮-তে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন ক্যাবিনেট কমিটি অফ অ্যাপয়ন্টমেন্টই তাঁকে ইডি-র স্পেশাল সেক্রেটারি পদে নিয়োগ করে। এখন যোগেশ গুপ্তাকে বদলি করে বিবেক ওয়াদেকরকে দায়িত্ব দেওয়ায় জল্পনা তৈরি হচ্ছে প্রশাসনিক মহলে।
আরও পড়ুন-প্রতিবেশীর মিথ্যা বয়ান, শাস্তির দাবিতে রিয়ার চিঠি সিবিআইকে



































































































































