করোনা মোকাবিলায় দীর্ঘ লকডাউন পর্ব। তার জেরে একটা বৃহৎ অংশের মানুষের রুটিরুজিতে টান। অনেকে কর্মহীন হয়ে পড়ায় চরম আর্থিক দুরবস্থা নেমে এসেছে বহু পরিবারে। তারই মাঝে এসে গিয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। অথচ, আর্থিক দুরবস্থার কারণে অনেকেই কেনাকাটা করতে পারেনি। তাই এবার হাওড়ার ধুলাগড়ের প্রান্তিক ও পিছিয়ে পড়া মানুষের হাতে পুজো উপলক্ষে নতুন পোশাক তুলে দিলো ভারত সেবাশ্রম সঙ্ঘ।
প্রায় ৫০০ জন অসহায়-দুর্গত মানুষের হাতে নতুন জামা-কাপড় সহ ফলের রস, মাস্ক অন্যান্য সামগ্রী তুলে দেওয়া হয়। ভারত সেবাশ্রম সঙ্ঘের সহ-সভাপতি স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজ বলেন, সমস্ত দুঃখ-কষ্ট ভুলে মানুষ যাতে উৎসবে অংশ নিতে পারেন, তাই তাঁদের এই উদ্যোগ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সঙ্ঘের সন্ন্যাসী স্বামী মহাদেবানন্দ-সহ আরও সন্নাসী ও স্বেচ্ছাসেবকবৃন্দ।
আরও পড়ুন-দুঃসময়ে চেতলা অগ্রণীতে মুখ্যমন্ত্রী, বিশ্বজননীর চক্ষুদান করলেন বঙ্গজননী



































































































































