কীভাবে হবে মাধ্যমিক? কতটা কমবে সিলেবাস? এই প্রশ্নই এখন ঘুরে ফিরে আসছে পড়ুয়াদের মনে। সূত্রের খবর, মাধ্যমিকের সিলেবাস কমানোর খসড়া প্রস্তাব জমা পড়েছে স্কুল শিক্ষা দফতরে। এরপর এই প্রস্তাব যাবে মুখ্যমন্ত্রীর কাছে। মমতা বন্দ্যোপাধ্যায় সিলমোহর দিলেই সিলেবাস কমানোর তোড়জোড় শুরু করবে।

মহামারি আবহে বন্ধ হয়েছে স্কুলের পঠন-পাঠন। মার্চ মাস থেকে বন্ধ স্কুল। এই অবস্থায় কীভাবে সিলেবাস শেষ করা হবে, তা নিয়ে গত মাসেই আলোচনায় বসে সিলেবাস কমিটি। সূত্রের খবর, ২৫ শতাংশ সিলেবাস কমতে পারে। গত বছরের প্রশ্নের অংশ থেকে সিলেবাস কমানো হতে পারে। তবে এই সবকিছুই হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পাওয়ার পর।

সূত্রের খবর, মার্চ মাস পর্যন্ত ৩৫ শতাংশ সিলেবাস শেষ হয়েছে। যেসব স্কুলে চলতি বছর মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের সিট পড়েছিল, তাদের সিলেবাস শেষ হয়েছে ৩৫ শতাংশ সিলেবাসও শেষ হয়নি। সিলেবাস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হলেই তবে মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে এগোবে সরকার। কারণ, সিলেবাস যতক্ষণ পর্যন্ত না ঠিক হচ্ছে, ততক্ষণ কোন বিষয়ে কতটা পড়বে তা বুঝে উঠতে পারছে না পড়ুয়ারা।
আরও পড়ুন:বোধনে মোদির ভাষণ! ভোটের বাক্সে দোলা দিতে বঙ্গ বিজেপির অনুরোধ


































































































































