সুরাপ্রেমীদের জন্য সুখবর, পুজোর আগেই দাম কমছে বিয়ারের

0
3

সুরা প্রেমীদের জন্য সুখবর! পুজোর আগেই রাজ্যজুড়ে দাম কমতে চলেছে সমস্তরকম বিয়ারের। পশ্চিমবঙ্গ রাজ্য বেভারেজ কর্পোরেশনের তাদের নতুন বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, আগামী সপ্তাহ থেকে সমস্ত বিয়ারের দাম কমতে চলেছে। নতুন দামে লাইট বিয়ারের ক্ষেত্রে দাম কমবে ২৫% থেকে ৪০% এবং স্ট্রং বিয়ারের ক্ষেত্রে দাম কমবে ১৫% থেকে ২০%।

প্রসঙ্গত, কোভিড ও লকডাউন পরিস্থিতির মধ্যে ব্যবসা বন্ধ থাকায় বিয়ার শিল্প চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। মুখ থুবড়ে পরেছে গোটা ব্যবসা। তাই উৎসবের মরশুমে ব্যবসা চাঙ্গা করতেই এই পদক্ষেপ। রাজ্যের হোটেল-রেস্তোঁরা-বারগুলি এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। তাদের দাবি, বিয়ারের নতুন দাম বার এবং রেস্তোঁরাগুলির জন্য খুব সহায়ক হবে। বিক্রি বাড়বে।

আরও পড়ুন-দুর্গাপূজা সমারোহের বিপদ নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠালো ডাক্তারদের জয়েন্ট প্লাটফর্ম