সিপিএম আছে, সিপিএমেই। বিজেপির নবান্ন চলো অভিযান প্রসঙ্গে বলতে গিয়ে রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বললেন, মুখ্যমন্ত্রী পালিয়েছে, আন্দোলনের ভয়ে। আমাদের সময় প্রবল প্রতিরোধ, আর এদের সময় ময়দান ছেড়ে দিলেন। আসলে বিজেপি যাতে পাবলিসিটি পায়, তার জন্যই মুখ্যমন্ত্রীর এই অবস্থান। অর্থাৎ নবান্ন অভিযানেও বিজেপির সঙ্গে সরকারের ‘হাস্যকর’ আঁতাত দেখছেন সূর্যকান্ত।

আন্দোলন করতে গেলে বিরোধীদের গ্রেফতার করা প্রসঙ্গে সূর্যকান্ত বলেন, আমরা মিছিল মিটিং করার জন্য সরকারের অনুমতি নিই না। কারণ এরা গণতান্ত্রিক কোনও পদ্ধতিই মানে না। প্রয়োজনে গ্রেফতার হয়েছি৷ পুলিশের জলকামান নীল রং ব্যবহার প্রসঙ্গে বলেন লাল নীল রঙে কি যায় আসে আমরা প্রচুর জলকামান, টিয়ার গ্যাস দেখেছি। কিন্তু ময়দানের সামনে থেকে লড়াই করেছি। পালিয়ে যাইনি। বিজেপির মতো এই সরকারও মানুষের শত্রু।
আরও পড়ুন- ”আমি দলিতের মা”, হাথরাসকাণ্ডের প্রতিবাদে মহিলা তৃণমূলের মিছিলে ব্যাপক সাড়া

































































































































