পৃথিবীর দিকে ধেয়ে আসছে ৫ টি বিশালাকৃতির গ্রহাণু। এর আগে সব গ্রহাণু পৃথিবীর গা ঘেঁষে বেরিয়ে গিয়েছে। তবে এবার একইসঙ্গে এগিয়ে আসছে পাঁচ-পাঁচটি গ্রহাণু।
এই পাঁচটি গ্রহাণুর মধ্যে বোয়িং-৭৪৭ বিমানের আকারে একটি। যার নাম “২০২০ আরকে-২” সেটি বুধবারই পৃথিবীর কক্ষপথে ঢুকে পড়তে পারে। নাসা জানিয়েছে যে গ্রহাণুটি প্রায় ১১৮ থেকে ২৬৫ ফুট প্রশস্ত। এর গতিবেগ প্রতি সেকেন্ডে ৬.৬৮ কিলোমিটার।
‘২০২০ আরকে ২’এর আগে, আরেকটি গ্রহাণু ২০২০ ‘আরআর ২’ বুধবার ৬.২ মিলিয়ন কিলোমিটারের নিরাপদ দূরত্বে পৃথিবী পেরিয়ে যাবে।
গ্রহাণুগুলি মূলত থাকে মঙ্গল ও বৃহস্পতির মাঝখানে অ্যাস্টেরয়েড বেল্টে। সূর্যের চারপাশে পাক খাওয়ার সময় কেউ কেউ পৃথিবীর খুব কাছে এসে পড়ে। এদের বলা হয় “নিয়ার-আর্থ অবজেক্টস’। এদের কক্ষপথের ওপর বেশি নজরদারি চালানো সম্ভব হয় না। তাই বিপদ বেশি। বিজ্ঞানীদের মতে, এই গ্রহাণুগুলির বেশিরভাগই প্রায় সাড়ে চার হাজার কোটি বছর আগে গঠিত হয়েছিল।
আরও পড়ুন-মঙ্গলগ্রহের মাটির নিচে আরও তিনটি হ্রদের সন্ধান পেল নাসা



































































































































