বিজেপি নেতা মণীশ শুক্লা খুনে জড়িত আছে পুলিশ। এই অভিযোগ তুলে সিবিআই তদন্তের দাবি জানালেন অর্জুন সিং। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে অর্জুন সিং বলেন, ”টাকার বিনিময়ে এই খুন করানো হয়েছে।” তাঁর কথায়, ‘‘প্রতিদিন যাতায়াতের পথে একবার অন্তত ওই অঞ্চলে যাই। আমি ঘটনার সময় ওখানে ছিলাম না। থাকলে আমারও মৃত্যু হতে পারত। আবার আমিও বেঁচে যেতে পারতাম।’’

মণীশ শুক্লা খুন হওয়ার পরই অর্জুন সিংয়ের দিকে আঙুল তোলে রাজনৈতিক মহলের একাংশ। এ প্রসঙ্গে এদিন বিজেপি নেতা বলেন, ‘‘আমরা মোঘল নই। যারা নিজেদের পরিবারের মধ্যে খুন করে।’’ মণীশ শুক্লার ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে নাইন এমএম পিস্তল দিয়ে খুন করা হয়েছে। অর্জুন সিং বলেন, ‘‘এর থেকেই স্পষ্ট যে এই খুনে পুলিশের যোগ আছে। তাই এই খুনের কিনারা করতে সিবিআই তদন্ত করতে হবে।’’

প্রসঙ্গত, মণীশ খুনে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে নবান্ন। খুনের কিনারা করতে তদন্তে নেমেছে বিশেষ তদন্তকারী দল। সিআইডি আধিকারিকদের পাশাপাশি ওই দলে আছে বারাকপুর পুলিশ কমিশনারেটের তদন্তকারীরাও। ইতিমধ্যে দু’জনে গ্রেফতার করা হয়েছে। তাদের নাম গুলাব শেখ এবং মহম্মদ খুররম। প্রাথমিক তদন্তে অনুমান পুরনো শত্রুতার বদলা নিতেই এই খুন করা হয়েছে।
আরও পড়ুন:পুরনো শত্রুতার জের, বাবার খুনের বদলা নিতেই সরানো হল মণীশকে!

































































































































