ভারতের সীমান্তে পরিবহন ব্যবস্থার উন্নতি চিন্তার ভাঁজ ফেলেছে বেজিংয়ের কপালে। আর সেই কারণেই সদ্য চালু হওয়া অটল টানেল উড়িয়ে দেওয়ার হুমকি দিল চিন। শনিবারই এই টানেলের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৯.২ কিলোমিটার লম্বা এই সুড়ঙ্গপথ চালু হওয়ার ফলে মানালি থেকে লেহ পর্যন্ত যাতায়াতের পথ সুগম করে হয়েছে। সেটাতে আর উষ্মা চেপে রাখতে পারেনি চিন। তাদের সরকারি মুখপত্র গ্লোবাল টাইমসের মাধ্যমে তারা হুমকি দিয়েছে, ভারতের সঙ্গে যুদ্ধের সময় অটল টানেল উড়িয়ে দেবে। এই টানেল ধ্বংস করার একাধিক রাস্তা চিনা সেনার সামনে খোলা আছে বলে দাবি বেজিংয়ের।
ইতিমধ্যে চিন সীমান্ত সংলগ্ন এলাকায় মোট ৭৩টি রাস্তায় কাজ করছে ভারত। এবছর শীতেও সেই সব রাস্তা নির্মাণের কাজ বন্ধ রাখা হবে না।
সীমান্তে পরিকাঠামো উন্নয়নের কাজ করছে ভারত। আর তাতেই চাপে রয়েছে চিন। লাদাখ সীমান্তে পরিবহন ব্যবস্থার উন্নতি ঘটলে সেটা যে তাদের আগ্রাসনের পথে কাঁটা হয়ে দাঁড়াবে সেটা বুঝতে পেরেই হুমকি বলে মত অনেকের।
আরও পড়ুন-মোদির হাত দিয়ে শনিবার দরজা খুলছে বিশ্বের দীর্ঘতম “অটল রোহতঙ্ক টানেল”




































































































































