প্রকোপ কমা তো দূরের কথা, উল্টে WHO আশঙ্কার বার্তা দিলো৷
বিশ্বজুড়ে মহামারির মধ্যেই নতুন আতঙ্কের কথা জানালো WHO, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সোমবার WHO জানিয়েছে, করোনা আক্রান্তের যে হিসেব এখনও পর্যন্ত পাওয়া গিয়েছে, দুনিয়াজুড়ে আক্রান্তের সংখ্যা তার থেকে কয়েকগুণ বেশি।
সতর্ক করে WHO বলেছে, আগামী আরও ভয়ঙ্কর৷ সেই দিন এগিয়ে আসছে। WHO-র হিসেব, দুনিয়ার প্রতি ১০ জনের মধ্যে ১ জন করোনা আক্রান্ত হতে চলেছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বিভাগের প্রধান মাইকেল রায়ান সোমবার বলেছেন, “শহর ও গ্রামাঞ্চলে আক্রান্তের সংখ্যা কিছুটা কমবেশি হতে পারে, কিন্তু একটা বিষয় নিশ্চিত, দুনিয়ার একটি বিরাট সংখ্যক মানুষের করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা ক্রমশই প্রবল হচ্ছে৷
রায়ান আরও বলেছেন, দক্ষিণ পূর্ব এশিয়ায় সংক্রমণ হলেও ইউরোপে মৃত্যু অনেক বেশি। আফ্রিকায় পরিস্থিতি তুলনামূলক ভালো।
রায়ানের কথায়, দুনিয়ার বিভিন্ন প্রান্তে এখনও ছড়াচ্ছে করোনা ভাইরাস। সামনে আরও খারাপ দিন আসছে।

































































































































