আসন সমঝোতার ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই সুর কেটে গেল জেডিইউ-বিজেপি জোটের সমঝোতার। এই জোটে রামবিলাস পাশোয়ানের এলজেপিও ছিল। তাদের আসন সমঝোতা করার কথা ছিল বিজেপির সঙ্গে। বিজেপি লড়ছে ১২১টি আসনে। কিন্তু এলজেপি নেতা রামবিলাস পুত্র চিরাগ জানিয়ে দিলেন, তাঁরা বিধানসভায় আলাদাভাবে লড়াই করবেন। তবে বিজেপি বা জেডিইউর সঙ্গে জোট তাতে ভাঙবে না। এলজেপি ও জেডিইউ এনডিএ-র শরিক। তবে এলজেপির রাজনৈতিক বিরোধিতা যে জেডিইউর সঙ্গে, তা বৈঠকের সুর থেকেই বোঝা গিয়েছে।
আরও পড়ুন- বিহার হাতছাড়া হলে দায় অজয় বিস্তের, কণাদ দাশগুপ্তর কলম

কেন বিজেপি জোটের সঙ্গে যাবে না বিজেপি? চিরাগ কারণ হিসাবে বলেন, এর কারণ মূলত নীতিগত পার্থক্য। বিধানসভায় এটা থাকবে না। তবে জাতীয় ক্ষেত্রে অবশ্যই থাকবে। ভোটের পর বিজেপি-এলজেপি সরকার হবে এবং প্রধানমন্ত্রীর দেখানো উন্নয়নের পথেই এগোবো।

এলজেপি নীতীশ কুমারের বিরুদ্ধে প্রার্থী দেবে। তবে বিজেপির বিরুদ্ধে প্রার্থী দেবে না। দিল্লিতে দলের সংসদীয় দলের বৈঠকের শেষে এই সিদ্ধান্ত হয়।


































































































































