আইএসএল ছেড়ে ৩৭ বছরের কোরোমিনাস যোগ দিলেন স্পেনের সেগুন্ডা ‘বি’ ডিভিশন ক্লাব অ্যাটলেটিকো বেলিয়ার্সে।আইএসএলে দু’বার গোল্ডেন বুট বিজয়ী স্প্যানিশ স্ট্রাইকারের দাপটে গত তিন মরশুমেই আইএসএলের প্লে-অফ খেলার সুযোগ পেয়েছিল এফসি গোয়া। কোরোকে ‘কিং’ আখ্যা দিয়ে এক আবেগঘন ভিডিও পোস্ট করে স্প্যানিয়ার্ডকে বিদায় জানিয়েছে গোয়া। কোরোর নয়া ক্লাব তাঁকে স্বাগত জানিয়ে লিখেছে, ‘ফরোয়ার্ড ফেরান কোরোমিনাস আমাদের নয়া ফুটবলার। গত তিন মরশুমে আইএসএল ক্লাব এফসি গোয়ার জার্সিতে খেলেছেন তিনি। ওই টুর্নামেন্টের তিনি সর্বাধিক গোলদাতা। গোয়ার ক্লাবের হয়ে ৬৮টি অফিসিয়াল ম্যাচে ৫৫টি গোল করেছেন তিনি।
আরও পড়ুন-ফের ব্যাটিং ব্যর্থতা! হারের হ্যাটট্রিক ধোনির সুপার কিংসের
আসন্ন মরশুমে গৌর’দের হয়ে আর খেলতে দেখা যাবে না এস্প্যানিয়লের প্রাক্তনীকে।২০১৭-১৮ মরশুমের শুরুতে সাইপ্রাসের প্রিমিয়র ডিভিশন ক্লাব ডোক্সা থেকে তাঁকে নিয়ে এসেছিল এফসি গোয়া।

































































































































