এবার অভিযোগকারিণীর বিরুদ্ধেই পালটা তোপ দাগলেন পরিচালক অনুরাগ কাশ্যপ ।তার সাফ কথা অভিযোগকারিণী ‘মি টু’ আন্দোলনকে হাইজ্যাক করে ফৌজদারি বিচার ব্যবস্থার অপব্যবহার করার চেষ্টা করেছেন। একই সুরে গলা মিলিয়েছেন তার আইনজীবী প্রিয়াঙ্কা খিমানি । শুক্রবার তিনি বলেছেন, তাঁর মক্কেল অনুরাগ কাশ্যপ নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ নস্যাৎ করেছেন। অভিযোগকারিণীর বিরুদ্ধে ‘মি টু’ আন্দোলনকে ছিনতাই
বলেছেন।অভিযোগকারিণী ২০১৩–র অগস্টের যে সময়ের কথা বলছেন, সেই বছর সম্পূর্ণ আগস্ট মাস তিনি একটি ছবির শুটিং–এর জন্য শ্রীলঙ্কায় ছিলেন । এই বদলাবার স্বপক্ষে তথ্য প্রমাণও পেশ করেছেন অনুরাগ। পরিচালককে সমর্থন করেছেন তাঁর প্রাক্তন স্ত্রীরা এবং বলিউডের আরও অনেকে।
অনুরাগের বিরুদ্ধে গত অগাস্টে ওই অভিনেত্রী অভিযোগ করেন যে ২০১৩ সালে তাঁকে যৌন নিগ্রহ করেছেন পরিচালক । কিন্তু কেন এতদিন পর এই অভিযোগ? সেই প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানান, তখন রক্ষণশীল পরিবারের চাপে তিনি বিষয়টি প্রকাশ্যে আনতে পারেননি।
অভিনেত্রীর অভিযোগের তদন্তে বৃহস্পতিবার ভারসোভা থানার পুলিশ জেরার জন্য অনুরাগকে তলব করেছিল। অভিযোগকারিণীর শারীরিক পরীক্ষার জন্য তাঁকে সরকারি হাসপাতালে নিয়েও যায় পুলিশ।
আরও পড়ুন- কৃষক আন্দোলনে সাফল্য মিলবে বাপুর দেখানো পথে: সোনিয়া
অভিনেত্রী জানিয়েছেন, বিশ্বজুড়ে চলমান #মি-টু আন্দোলনের ধারাবাহিকতায় তিনি তার এই অভিজ্ঞতা তুলে ধরেছেন। মি-টু আন্দোলনই তাকে সাহস যুগিয়েছে এই ঘটনা প্রকাশ্যে আনতে।































































































































