কোভিডে আক্রান্ত, মন্ত্রী তাপস রায় মেডিক্যালে ভর্তি

0
2

রাজ্যের আর এক মন্ত্রী কোভিড আক্রান্ত। এবার তাপস রায়। বৃহস্পতিবার রাত্রি দশটা নাগাদ তিনি মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছেন।

রাজ্যের মন্ত্রীদের মধ্যে সর্বপ্রথম কোভিডে আক্রান্ত হন সুজিত বোস। তারপর একের পর এক মন্ত্রী বিধায়করা আক্রান্ত হয়েছেন। এই মুহূর্তে বেলেঘাটা আউডিতে ভর্তি রয়েছেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী মন্টুরাম পাখিরা।

বরানগরের বিধায়ক তাপস রায় বিগত ৪-৫ দিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন। বৃহস্পতিবার সকালে তিনি সোয়াব টেস্ট করান। রাতে পজিটিভ রিপোর্ট আসে। এরপর দেরি না করে তিনি মেডিক্যালে ভর্তি হন। আপাতত জ্বর ছাড়া তাপসের অন্য কোনও সমস্যা নেই।

আরও পড়ুন- ভারসোভা থানায় টানা ৮ ঘণ্টা জেরা পরিচালক অনুরাগ কাশ্যপকে