এবার নতুন ভিডিও। নতুন অভিযোগ। যখন রাহুল গান্ধীকে যমুনা এক্সপ্রেসওয়েতে আটকাচ্ছে পুলিশ, তখন জেলাশাসক গিয়েছেন হাথরাসের নিহত তরুণীর বাড়ি।
আরও পড়ুন- বিতর্কের মাঝেই শ্যুটিং শুরু কঙ্গনার, শুরু হল ‘থালাইভি’ ছবির কাজ
অভিযোগ, তিনি পরিজনদের বলেছেন এনিয়ে আর কথা না বাড়াতে। সেক্ষেত্রে ক্ষতিপূরণ পেতে অসুবিধে হতে পারে। জেলাশাসকের সঙ্গে পুলিশও ছিল। এনিয়ে ঝড় উঠেছে। জেলাশাসককে বলতে দেখা যাচ্ছে,” মিডিয়া আজ আছে। কাল চলে যাবে। আমরাই পাশে থাকব। আপনারা ঠিক করুন বয়ান বদল করবেন কিনা। আমরাও বদলে যেতে পারি।”
































































































































