কলকাতা নাইট রাইডার্স- ১৭৪/৬
রাজস্থান রয়্যালস- ১৩৭/৯
৩৭ রানে জয়ী কলকাতা নাইট রাইডার্স
এভাবেও ফিরে আসা যায়। প্রথমে সানরাইজার্সের বিরুদ্ধে রান তাড়া করে সাত উইকেটে জয়। আর বুধবার দুবাইয়ে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বড় রানে জয়। গ্যালারিতে বসে নাইটদের এই জয় উপভোগ করলেন কিং খান।
টস জিতে প্রথমে ব্যাটিং করতে পাঠায় রয়্যালস অধিনায়ক স্টিভ স্মিথ। কিন্তু নারিন-গিল জুটি শুরুটা ভালো করে। শুভমন গিল(৪৭), রাসেল(২৪) করে ইনিংসের ভীত গড়ে দেয়। শেষটা ২৩ বলে মরগ্যানের ৩৪ রানের ঝোড়ো ইনিংসে ভর করে নাইটরা নির্ধারিত ২০ ওভারে ১৭৪ রানে থামে।
জবাবে ব্যাট করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে স্টিভ স্মিথরা। অধিনায়ক স্মিথ ফেরেন মাত্র ৩ রানে। গত দুই ম্যাচে দুরন্ত ফর্মে থাকা সঞ্জু স্যামসনও এদিন দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। একমাত্র টম ক্যুরান ছাড়াও কেউই এদিন রানের মুখ দেখেননি। অন্যদিকে দুরন্ত বোলিং নাইটদের। কেকেআর-এর হয়ে এদিন দুটি করে উইকেট পান শিভম মাভি, নাগরকোটি ও চক্রবর্তী। একটি করে উইকেট পান নারিন, কামিন্স ও কুলদীপ। ম্যাচের সেরা হন শিভম মাভি।
আরও পড়ুন- BJP vs BJP: বারুইপুরে মহিলা কর্মীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার জেলা সম্পাদক































































































































