করোনা পরিস্থিতিতে ফের কমল সোনার দাম। শেষ সেশনে বড়সড় লাফের পর ফের একবার মুখ থুবড়ে পড়ল সোনার দাম। মঙ্গলবার এমসিএক্স সূচকে ০.১% পতনের জেরে প্রতি ১০ গ্রাম সোনার দাম হয়েছে ৫০,১৯০ টাকা। আর সূচকে ০.৫% পতনের ফলে রুপোর দাম প্রতি কেজি হল ৬০,৭৩০ টাকা।
আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারের দাম কিছু কমার কারণে এ দিন সোনার দামে উত্থান দেখা দিয়েছে। স্পট গোল্ড সূচকে ০.১৫% বৃদ্ধির জেরে প্রতি আউন্সস সোনার দাম যাচ্ছে ১,৮৮৩.৬৯ ডলার। গত দিন অবশ্য সূচকে উত্থান হয়েছিল ১.১%।
এদিন কলকাতায় সোনার দাম ২২ ক্যারেটে ৪৯,৫০০ টাকা। ২৪ ক্যারেট সোনার দাম ৫২,৪১০ টাকা। চেন্নাইতে এদিন সোনার দাম ২২ ক্যারেটে রয়েছে ৪৮,১৬০ টাকা। ২৪ ক্যারেটে রয়েছে ৫২,৫৩০ টাকা। মুম্বইতে ২২ ক্যারেটে সোনার দাম ৪৯,০০০ টাকা। ২৪ ক্যারেটে দাম ৫০,০০০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৮,৯০০ টাকা ও ২৪ ক্যারেটে ৫৩,৩৫০ টাকা।
বর্তমানে বিশ্ব বাজারের ক্রমাগত সোনার দামের উত্থান পতনের মাঝে সোনার দাম ভারতের বাজারে অনেকটাই কমতির দিকে। উল্লেখ্য, গত ৭ অগস্ট রেকর্ড সৃষ্টি করে ১০ গ্রাম সোনার দাম উঠেছিল ৫৬,২০০ টাকায়। ১০ গ্রামের হিসেবে বর্তমানে সোনার দাম ৬০০০ টাকা কমেছে।
তবে সোনার দাম কমলেও, এখনই বাড়ির জন্য সোনা কেনা অথবা সোনাতে বিনিয়োগের ক্ষেত্রে খুব একটা আশার কথা শোনাচ্ছেন না বিশেষজ্ঞরা। কারণ, গত কয়েক মাস ধরেই টিসিএস (ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স) নিয়ে আপত্তি জানিয়ে বারবার কেন্দ্রের কাছে চিঠি দিয়েছেন স্বর্ণশিল্পীরা। সূত্রের খবর, পয়লা অক্টোবর থেকে লাগু হতে পারে এই কর। কিন্তু তা হলে, বাড়তি করের বোঝা গ্রাহকদের ওপরেও পড়বে বলে আশঙ্কা। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সোনার প্রকৃত দর বিচার করতে গেলে ডলার প্রতি টাকার মূল্যকেও নজরে রাখতে হবে। তাই সোনার দামের পতন অব্যাহত থাকলেও এই পরিস্থিতি কতদিন চলবে, তা নিয়ে ভবিষ্যদ্বাণী করতে রাজি নন কেউই।
আরও পড়ুন-মার্চ নয়, ৩১ জানুয়ারির মধ্যে বাকি কাজ শেষ করার নির্দেশ মুখ্যমন্ত্রীর



































































































































