পেশা মাছ ধরা। তাই দিয়েই চলত সংসার। রোজ ভগবানকে ডাকতেন, যাতে কোনও একটা চমৎকার হয়। যাতে ভাগ্যের চাকা ঘুরে যায়। বৃদ্ধার সেই স্বপ্নই বোধহয় পূর্ণ হল।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণা জেলা গঙ্গাসাগরের চকফুলডুবি গ্ৰামে। স্থানীয় সূত্রে খবর, অন্যান্য দিনের মত এদিনও ভোরবেলা মাছ ধরতে গিয়েছিলেন পুষ্প কর নামে ওই বৃদ্ধা। হঠাৎ তিনি দেখতে পান যে একটা বিশাল আকৃতির একটি মাছ ভেসে আসছে পাড়ের দিকে। তিনি নিজের মাছ ধরার জালটিকে ওই মাছের দিকে ঠেলে দেন। কিন্তু অত সহজে ওঈ মাছ কব্জা করা কঠিন ছিল। মাছটি জালে আটকানো তো দূর, উল্টে পুষ্পদেবীকেই সেটি টেনে নেয় জলের দিকে। বিপদ বুঝে বাকি মৎস্যজীবীদের হাঁক দেন বৃদ্ধা। সকলে মিলে মাছটিকে টেনে তোলেন পাড়ে।
এরপরই ছিল আসল গল্প। মাছটি বিক্রি করতে বাজারে যান পুষ্প দেবী। সেখান থেকেই জানা যায়, সেটি একটি বিরল প্রজাতির ভোলা মাছ এবং তার ওজন ৫৩ কিলো ৬০০ গ্রাম। এত ওজন দেখে নিলামে তোলা হয় মাছটিকে। নিলামে ওই মাছটির দর ওঠে প্রতি কিলো ৬২০০ টাকা টোটাল মাছটির মূল্য দাঁড়ায় ৩ লক্ষ ৩২ হাজার ৩২০ টাকা।
হঠাৎই লক্ষ্মীলাভ হওয়ায়, খুবই খুশি গরীব পরিবারটি। বৃদ্ধা পুষ্প কর জানিয়েছেন, কষ্ট করে সংসার চলত। এবার কিছুটা বদলাবে পরিস্থিতি।
মৎস্যজীবীরা মনে করছেন, ওই মাছটি হয়তো কোনও জাহাজের সাথে ধাক্কা লেগে সমুদ্রের পাড়ের দিকে চলে এসেছিল। আর তখনই সেটি আটকায় ওই বৃদ্ধার জালে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.