বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শুভকামনা মমতার

0
2

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৮ সেপ্টেম্বর বঙ্গবন্ধু মুজিবর রহমানের কন্যা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর জন্মদিন। বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সুসম্পর্ক। এমনকী, প্রধানমন্ত্রী হিসেবে ভারত সফরের এলেও রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন শেখ হাসিনা। তাঁকেই জন্মদিনের শুভকামনা জানিয়ে চিঠি পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিশেষ দিনে ভারত-বাংলাদেশ আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী।

সৌজন্যের কোনও অভাব কোনোদিন দেখাননি তিনি। এমনকী বিরোধীদলের নেতা-নেত্রীদের বিশেষ দিনে শুভকামনা জানান মমতা। সেই ধারাই এবারও বজায় থাকল।

আরও পড়ুন-প্রশাসনিক সফরে সোমবার উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী