পুজোর আগেই কি চলবে রেল? রিষড়া স্টেশনে শুরু মার্কিংয়ের কাজ

0
2

পুজোর আগেই সম্ভবত চালু হতে পারে রেল পরিষেবা। রেল সূত্রে খবর দুর্গাপুজোর আগেই রাজ্যে স্বাভাবিক হতে পারে রেল পরিষেবা। সেই কথা মাথায় রেখেই জোরকদমে চলছে রিষড়া স্টেশনে গোল মার্ক করার কাজ। যাত্রীরা এক জায়গায় ভিড় না করে সে জন্য এই ভাবে গোল মার্ক করছে রেল। শনিবার সকাল থেকে রিষড়া এবং শ্রীরামপুর স্টেশনে এই কাজ চলছে। আগামী কয়েক দিন ধরে এই কাজ চলবে বলে জানান কর্মীরা।

আরও পড়ুন- গরুপাচারচক্র: আটক বিএসএফ কর্মকর্তা