পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশতবর্ষ জন্মবার্ষিকী উপলক্ষে তাঁকে শ্রদ্ধা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তিনি এক তাৎপর্যপূর্ণ টুইট বার্তায় বিদ্যাসাগরের মূর্তি ভাঙাকে কেন্দ্র করে অতীতের কিছু অভিশপ্ত স্মৃতি উস্কে দিলেন।
প্রসঙ্গত, গত বছর অমিত শাহের একটি মিছিলকে কেন্দ্র করে বিদ্যাসাগর কলেজের অভ্যন্তরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দেওয়ার ঘটনার কথা মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। আজ, শনিবার বিদ্যাসাগরের জন্মবার্ষিকী উপলক্ষ্যে টুইটে হামলাকারীদের “কয়েকজন বহিরাগত” হিসেবে উল্লেখ করেন।
টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় যা লিখেছেন, তার বাংলায় তর্জমা করলে দাঁড়ায়, “বাংলা ভাষার পথিকৃৎ বর্ণপরিচয়ের স্রষ্টা বিদ্যাসাগরের দ্বিশতবর্ষ জন্মদিবসে শ্রদ্ধার্ঘ। আজীবন বিধবা বিবাহ প্রচলন ও বাল্য বিবাহ রোধের বিরুদ্ধে লড়েছেন দয়ার সাগর। বিদ্যাসাগর বাংলার গর্ব। বর্তমান সময়েও তিনি আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা। ২০১৯ সালে কয়েকজন বহিরাগত বিদ্যাসাগরের মূর্তি ভাঙে। এতে হামলাকারীদের বাংলার ঐতিহ্য ও গরিমা নষ্ট করার চেষ্টাই প্রকাশ পেয়েছে। বিদ্যাসাগরের ভাবনাচিন্তা ও মতাদর্শ আজীবন আমাদের মূল্যবোধের সঙ্গে জড়িত থাকবে।”

উল্লেখ্য, ২০১৯ সালেরমে মাসে লোকসভা নির্বাচনের সময় বিজেপি’র তৎকালীন সর্বভারতীয় সভাপতি অমিত শাহের কলকাতার বুকে এক রোড-শো চলাকালীন শহরে ধুন্ধুমার কাণ্ড ঘটে। মিছিল পথ দিয়ে যাওয়ার সময় বিদ্যাসাগর কলেজে ঢুকে কয়েকজন দুষ্কৃতী বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি ভেঙে দেয়। যা নয় রাজনৈতিক মহলে তুমুল আলোড়ন তৈরি হয়েছিল।

আরও পড়ুন- মোবাইলের সিম 4G তে পরিবর্তনের নামে প্রতারণা, ব্যাঙ্ক থেকে উধাও ১০ লক্ষ টাকা!





























































































































