অক্টোবর থেকেই দিল্লি, মুম্বই, চেন্নাই, আমেদাবাদ, পুনে ও নাগপুরের সঙ্গে কলকাতার বিমান পরিষেবা স্বাভাবিক হতে চলেছে। দেশের ওই ৬ শহরের সঙ্গে কলকাতার বিমান যোগাযোগ চলতি মাসে শুরু হলেও সপ্তাহের নির্দিষ্ট দিনে বিমান ওঠানামা করে। এবার সপ্তাহে সাতদিনই উড়ান চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সূত্রের খবর,
বিষয়টি নিয়ে আলোচনাও হয়েছে। ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশনের তরফে কলকাতার সঙ্গে যাতে সব শহরের বিমান যোগাযোগ স্বাভাবিক হয়, সেই দাবি জানানো হয়েছে।
অ্যাসোসিয়েশনের আশা, অক্টোবর থেকে পরিষেবা স্বাভাবিক হবে।
এদিকে, কলকাতা থেকে সরাসরি লন্ডনের বিমান পরিষেবা চালু হয়েছে। প্রথমে তা মুম্বই হয়ে যাতায়াত করছিল। বৃহস্পতিবার ২৮ জন যাত্রী নিয়ে লন্ডন থেকে সরাসরি বিমান এসেছে কলকাতায়। আবার ৫৬ জন যাত্রীকে নিয়ে সেই বিমান কলকাতা থেকে লন্ডনের উদ্দেশ্যে উড়ে গিয়েছে। তবে যাত্রী সংখ্যা কম থাকায় উদ্বিগ্ন এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। বিমানে ২৫০টি আসন থাকলেও শ’খানেক যাত্রীও হচ্ছে না। ফলে বিমান চালানোর খরচ উঠছে না। দাবি উঠেছে, লন্ডনের বিমানের সময় পরিবর্তন করতে হবে। রাত আড়াইটে নাগাদ লন্ডন থেকে কলকাতায় বিমান আসছে। আবার ভোর সাড়ে ৬টা নাগাদ কলকাতা থেকে সেটি রওনা দিচ্ছে। ফলে অন্য শহর থেকে আকাশপথে কলকাতায় এসে লন্ডনের বিমান ধরা সমস্যাজনক।




























































































































