জুলজিক্যাল পার্ক থেকে উধাও চিতা বাঘের শাবক, পাচারের আশঙ্কা পশুপ্রেমীদের

0
2

জুলজিক্যাল পার্ক থেকে হঠাৎই উধাও ৯ দিনের চিতা বাঘের শাবক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বর্ধমানের ওই পার্কে। পশুপ্রেমীদের ধারনা পাচারকারীদের কবলে পড়েছে ওই শাবক। যদিও পার্ক কর্তৃপক্ষের দাবি, মা চিতাটি খেয়ে নিয়েছে শাবককে।

জানা গিয়েছে, দিনকয়েক আগে চিতাবাঘটি একটি সন্তানের জন্ম দেয়। এরপরই চিন্তিত হয়ে পড়ে পার্ক কর্তৃপক্ষ। পার্কের এক কর্মীর কথায়, সাধারণত চিতাবাঘ একটি শাবক প্রসব করে না। এরপরই ৯ দিনের মাথায় উধাও হয়ে যায় শাবক। কিন্তু খোঁজ নিলেও তাকে পাওয়া যায়নি। প্রাথমিকভাবে কর্তৃপক্ষ মনে করে, কেউ শাবকটি চুরি করে বিক্রি করে দিয়েছে। এরপর মা চিতার মল পরীক্ষা করা হয়। পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, মলে মিলেছে সরু হার, লোম। তাতেই কর্তৃপক্ষের ধারণা মা চিতাই সন্তানকে খেয়েছে। বন আধিকারিক দেবাশিস শর্মা বলেন, মা চিতাটির বয়স ১৭ বছর। বৃদ্ধ বয়সে সন্তান জন্ম দেওয়ায় দুর্বল হয়েছিল শাবকরা। সম্ভবত, জন্মের পরই কয়েকটা শাবক খেয়ে নিয়েছে। ৯ দিন পর আরেকটা শাবক খেয়েছে। যদিও এই বিষয়ে এখনও নিশ্চিত নয় কর্তৃপক্ষ। হার ও লোম ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। গোটা বিষয়ে ক্ষুব্ধ পশুপ্রেমীরা। তাঁদের অভিযোগ জুলজিক্যাল পার্কে প্রাণীদের যত্ন নেওয়া হয় না।

আরও পড়ুন- করোনা আবহে ভোলবদলে নতুন রূপে শিয়ালদহ স্টেশন যেন পাঁচতারা হোটেল