দেশের করোনা মহামারি পরিস্থিতি পর্যালোচনার জন্য আজ ফের বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভার্চুয়াল এই বৈঠকে যোগ দেবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডা. হর্ষবর্ধনও। যে সাত রাজ্যে এখন করোনার প্রাদুর্ভাব সবচেয়ে বেশি, সেই রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে আজ মত বিনিময় করবেন প্রধানমন্ত্রী। এই রাজ্যগুলি হল মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, দিল্লি, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু ও কর্নাটক। দেশে সুস্থতার হার ৮০ শতাংশ হলেও সংক্রমণ এখনও প্রবলভাবে উর্ধমুখী। তাই পরিস্থিতি সামলাতে আনলক পিরিয়ডে আর কী কী করণীয় তা নিয়ে রাজ্যগুলির মতামত নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আরও পড়ুন-‘রাজ্যে অবাধ ভোটের পরিস্থিতি নেই’, অমিত শাহকে দিলীপ ঘোষের চিঠি

































































































































