সংসদের উভয় কক্ষে পাশ হয়ে যাওয়া কৃষি বিলে স্বাক্ষর না করার জন্য রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে আর্জি জানাল ১৮ টি বিরোধী দল। তাদের বক্তব্য, যে কায়দায় বিরোধীদের মতামত উপেক্ষা করে বিল পাশ করানো হয়েছে তা গণতন্ত্রকে হত্যার সামিল। তাই রাষ্ট্রপতি যেন তাতে সই না করেন। উল্লেখ্য, লোকসভা ও রাজ্যসভায় পাশ হয়ে যাওয়ার পর এবার রাষ্ট্রপতি স্বাক্ষর করলেই কৃষি বিল আইনে পরিণত হবে। তখন সরকার বিজ্ঞপ্তি জারি করে তা বলবৎ করবে।
রাষ্ট্রপতির কাছে আর্জি জানিয়ে কৃষি ক্ষেত্রে সংস্কারের বিরোধিতা করে ১৮ টি বিরোধী দল বলেছে, গণতন্ত্রের মন্দির সংসদে গণতন্ত্র হত্যা হয়েছে। রাষ্ট্রপতি যেন তাঁর সাংবিধানিক ও নৈতিক শক্তি প্রয়োগ করে নিশ্চিত করেন যাতে এই কালা কানুন না আসে।
































































































































