বিশ্বভারতীকাণ্ডে এবার সরাসরি হস্তক্ষেপ করল কলকাতা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করা হয়েছে। গঠন করা হয়েছে ৪ সদস্যের কমিটি। বিশ্বভারতীর হেরিটেজ রক্ষায় এই মামলা বলে জানা গিয়েছে।
৪ সদস্যের কমিটি তৈরি করা হয়েছে, তার নেতৃত্বে থাকবেন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। কমিটিতে বিচারপতি বন্দ্যোপাধ্যায় ছাড়াও থাকছেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এবং কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল ওয়াই জে দস্তুর।
আদালত বান্ধব নিযুক্ত করা হয়েছে সিনিয়র আইনজীবী জয়দীপ কর’কে।
কোন জমিতে বিশ্বভারতী রয়েছে। কোথায় পাঁচিল দেওয়া প্রয়োজন। এখন থেকে সমস্তটাই দেখবে এই কমিটি। একইসঙ্গে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ, আপাতত পুলিশ কোনও তদন্ত করবে না। এই সংক্রান্ত যাবতীয় মামলাও দেখবে হাইকোর্ট নিযুক্ত কমিটি।
আরও পড়ুন-ফের সিলেবাস কমলো আইসিএসই, আইএসসি-র

































































































































