মহামারীর জেরে লকডাউনের আবাহে আমরা সবাই জেরবার। নয় নয় করে প্রায় ছ’মাস পেরোতে চলল। কিন্তু ভাবতে পারেন তারই মধ্যে ফুটবল প্রতিযোগিতা! এমনই অসম্ভবকে সম্ভব করতে এগিয়ে এসেছে বিজেপি। অভিযোগ স্থানীয়দের।
ঘটনার সূত্রপাত দুদিন আগে। অভিযোগ, বারাসতে বিজেপির তত্ত্বাবধানে আয়োজন করা হয়েছিল একটি ফুটবল প্রতিযোগিতার। বিজেপি নেতারা লকডাউন ও করোনা সংক্রমণ নিয়ে যাই বলুন না কেন, লকডাউনের নূন্যতম নিয়মবিধি সোশ্যাল ডিসটেন্সিংকে বুড়ো আঙুল দেখিয়ে আয়োজন করা হয়েছিল এই ফুটবল প্রতিযোগিতার। মিডিয়ায় সেই খবর প্রচার হতেই তড়িঘড়ি প্রতিযোগিতা বন্ধ করতে বাধ্য হন উদ্যোক্তারা ।এই ঘটনায় পুলিশ চার জনকে গ্রেফতার করেছে ।
যদিও স্থানীয় বিজেপি নেতৃত্ব এই প্রতিযোগিতার সঙ্গে রাজনীতিকে গুলিয়ে ফেলা হচ্ছে বলে মন্তব্য করেছেন । তারা সব অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, ফুটবল প্রতিযোগিতার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। এটা সম্পূর্ণই উদ্যোক্তাদের বিষয়। বরং তাদের সাফাই, আমরাও চাই করোনা সংক্রমণের হাত থেকে বাঁচতে লকডাউনের নিয়মবিধি মেনেই যাতে সবকিছু করা হয় ।

































































































































