রাজ-শুভশ্রীর ছেলে যুবানের নামে ফেক অ্যাকাউন্ট ফেসবুকে, নিজেই জানালেন পরিচালক

0
2

মাত্র দুদিন আগে পৃথিবীর আলো দেখেছে সে। এরই মধ্যে রাজ চক্রবর্তী- শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছেলে যুবানের নামে ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট খোলার অভিযোগ উঠল। সেই তথ্য সামনে আনলেন রাজ নিজেই। এদিন তিনি নিজের ফেসবুক হ্যান্ডেলে লেখেন, “যুবান এখন অনেক ছোট। আমি অনুরোধ করছি ওর নামে প্লিজ ফেক অ্যাকাউন্ট খুলবেন না। আর সকলকে অনুরোধ করছি প্লিজ এগুলোতে অংশগ্রহণ করবেন না। ধন্যবাদ।”

ফেসবুকে ফেক অ্যাকাউন্ট খোলা অবশ্য নতুন বিষয় নয়। প্রায়শই খেলোয়াড়, অভিনেতা -অভিনেত্রী সহ তারকাদের নামে ফেক অ্যাকাউন্ট খোলা হয়। এমনকী সাধারণ মানুষের নামেও ফেসবুকে ফেক অ্যাকাউন্ট খোলার ঘটনা সামনে এসেছে। কিন্তু সদ্যোজাত শিশুর নামে ফেক অ্যাকাউন্ট খোলা ঘিরে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন-পুত্র সন্তান কোলে রাজ, ছবি শেয়ার করলেন অভিনেত্রী