পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসবে রাজ্য, খোলা মণ্ডপের নির্দেশ মুখ্যমন্ত্রীর

0
2

অতিমারি পরিস্থিতির মধ্যেই আসছে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। কীভাবে সুরক্ষিত উপায় সেই উৎসব পালন করা যায়- সে বিষয়ে আলোচনার জন্য ২৫ সেপ্টেম্বর পুজো কমিটিগুলি সঙ্গে বৈঠকে বসবে রাজ্য সরকার। তবে, এবার পুজো মণ্ডপ বেশি না ঢেকে, খোলা রাখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার, নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, পুজো মণ্ডপে বাতাস চলাচলের জায়গা রাখতে হবে। ভাইরাস সংক্রমণ রুখে কীভাবে বিধি মেনে দুর্গাপুজো করা যায় তা নিয়ে আলোচনার জন্য পুজো  কমিটিগুলিকে নিয়ে ২৫ তারিখ বৈঠক হবে।

রাজ্যে করোনা মোকাবিলায় গ্লোবাল অ্যাডভাইজরি বোর্ড গঠন করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী বলেন, “প্যান্ডেলের একাংশ খোলা রাখার পরামর্শ দিয়েছে সেই বোর্ড। মণ্ডপ খোলা হলে হাওয়া চলাচল করবে”। পুজো বৈঠকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানান মমতা।
এদিন মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে অ্যাকটিভ করোনা আক্রান্ত ২৩ হাজার ৬২৪। সংক্রমণের হার ৮.২১%। রাজ্যে করোনায় মৃত্যু হার ১.৯৪%। রাজ্যে সুস্থতার হার ৮৬.৪০%। করোনা রুখতে সতর্ক থাকতেই হবে বলে বার্তা দেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-এবার ‘পুরোহিত ভাতা’ দেবে রাজ্য সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রীর