সুশান্ত রাজপুতই প্রথম নন, বলিউডে মাদক ব্যবহার দীর্ঘদিনের ঘটনা৷ কিন্তু NCB বা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো না’কি এসব জানতোই না৷ তদন্তে নেমে NCB এই ‘প্রথম’ জানতে পেরেছে, বলিউডের প্রথম সারির বহু অভিনেতা, পরিচালক, প্রযোজক মাদক নেন বা নানাভাবে মাদক পাচারের সঙ্গে যুক্ত। এবার সেই চক্রের হদিশ পেতে NCB ২৫ জনকে সমন পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। কেন্দ্রীয় সংস্থার সূত্রের এই খবরে বলিউডে চাপা উত্তেজনা সৃষ্টি হয়েছে। সূত্রের খবর, হেফাজতে থাকা অভিনেত্রী রিয়া চক্রবর্তী বলিউডের মাদক যোগ নিয়ে বহু তথ্যই দিয়েছেন। তার ভিত্তিতেই মাদক মামলায় বলিউডের চলচ্চিত্র জগতের মাথাদের সমন পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
রিয়ার বয়ানের ভিত্তিতে বলিউডের যে রাঘব বোয়ালদের খোঁজ NCB পেয়েছে তাঁদের সমন পাঠানোর আগে আরও নিশ্চিত হতে চাইছেন তদন্তকারীরা। দিল্লিতে NCB-র দুই শীর্ষ আধিকারিক, রাকেশ আস্থানা এবং কেপিএস মালহোত্রা এই নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকও করেন। যেহেতু বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর, এর সঙ্গে সিনেমা জগতের তাবড় তাবড় কলাকুশলীরা যুক্ত, তাই সতর্ক হয়ে এগোতে চায় তদন্তকারীরা৷ তাই কীভাবে এই হাই প্রোফাইলদের হেফাজতে আনা যায় এবং কীভাবে তদন্ত চলবে, তা ঠিক করাই এখন মূল চিন্তা৷ বলিউডে কীভাবে মাদক পাচার হয়, সেটা খুঁজে বের করারই লক্ষ্য NCB-র৷
আরও পড়ুন : লঙ্কার ঝাঁঝের পরে আমের রস: জালিয়াতি চক্রে নাজেহাল রেলওয়ে

































































































































