করোনা মোকাবিলায় লকডাউনের শুরু থেকেই তিনি ছিলেন পথে। কখনও মুখ্যমন্ত্রীর ছায়াসঙ্গী হয়ে, আবার কখনও নিজের দফতরের আধিকারিকদের সঙ্গে সামনে থেকে করোনার বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করেছেন। একইসঙ্গে শহর কলকাতার আইন-শৃঙ্খলা রক্ষা করেছেন। এবার সেই করোনাযোদ্ধা কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা মারণ ভাইরাসে আক্রান্ত।
আজ, বৃহস্পতিবার সকালেই তাঁর কোভিড-১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। তবে তিনি স্থিতিশীল আছেন বলেই জানা গিয়েছে। চিকিৎসকেরা তাঁর শারীরিক পরিস্থিতির উপর নজর রাখছেন বলে জানা গিয়েছে।
গত কয়েক দিন ধরেই অনুজ শর্মা কিছুটা অসুস্থ বোধ করছিলেন। করোনার মৃদু উপসর্গও দেখা দিয়েছিল তাঁর শরীরে। সামান্য জ্বরও ছিল। এর পরেই সন্দেহ হওয়ায় আর দেরি না করে গতকাল, বুধবার তিনি কোভিড টেস্ট করান। সেই রিপোর্টই এদিন পজিটিভ এসেছে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন- টেসলা-মাস্ক-বাফেটকে টপকে বিশ্বের পঞ্চম ধনী শিল্পপতি মুকেশ আম্বানি
































































































































