উপলক্ষ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭০ তম জন্মদিন। আর সেটাকেই রাজনৈতিকভাবে কাজে লাগাতে চাইছে গেরুয়া শিবির। মোদির জন্মদিনে এবার প্রতি বুথ থেকে নেওয়া হবে নতুন সদস্য। পাখির চোখ ২০২১ এ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। তার আগে দলকে একুশের সংগঠিত করতে নয়া পদক্ষেপ।
প্রধানমন্ত্রীর ৭০ তম জন্মদিনে ৭০ জন নয়া সদস্য নেওয়ার লক্ষ্যই রেখেছে বিজেপি। কিছু বুথ যা বেশিরভাগ বুথ থেকে এই লক্ষ্যপূরণ করতে পারলে একদিনে দলের সদস্য সংখ্যা এক লক্ষ ছাড়িয়ে যাবে বলে আশা বিজেপি নেতৃত্বের।
কোচবিহারে ইতিমধ্যেই এই বিশেষ অভিযানের রূপরেখা ছকে ফেলেছে বিজেপি। বিজেপির কোচবিহার জেলা সভানেত্রী মালতি রাভা এই অভিযানের কথা জানিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিনে এই বিশেষ অভিযান হবে। জেলার সাধারণ সম্পাদক বলেন সঞ্জয় চক্রবর্তী জানান, প্রধানমন্ত্রীর ৭০তম জন্মদিনে সবই ৭০ সংখ্যা দিয়েই করা হবে।
১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন। এই দিনেই দলের কাজে গতি আনতে তৎপর বিজেপির সদস্যরা। অতিমারি পরিস্থিতিতে একেই দলীয় কর্মসূচি অনেকটা পিছিয়ে গিয়েছে। তার উপর দফায় দফায় লকডাউন এবং নিয়ম-বিধির ফলে ব্যাপক প্রচার অভিযান করা যাচ্ছে না। এই পরিস্থিতিতে বিধানসভা নির্বাচনের আগে কাজে গতি আনাটা অত্যাবশ্যক বলেই মনে করছে বিজেপি। রবিবার জেলার ২৪টি মণ্ডলে বৈঠকও সেরে ফেলেছেন বিজেপির জেলা নেতৃত্ব। তবে দলবদলের যে হিড়িক চলেছে, পদ্মশিবির ছেড়ে যেভাবে শাসকদলের যোগ দিচ্ছেন নেতা ও তাঁর অনুগামীরা- সে পরিস্থিতিতে দাঁড়িয়ে মোদির ৭০ তম জন্মদিনে রাজ্য বিজেপির নেতৃত্ব তাঁকে এই উপহার কতটা দিতে পারেন সেটাই দেখার।
আরও পড়ুন- কামারহাটি বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার বাড়ির মালিক


































































































































