এনআরএস হাসপাতালের শৌচাগার থেকে উদ্ধার হল করোনা আক্রান্ত যুবকের ঝুলন্ত দেহ। রবিবার সকালে এই ঘটনায় রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয় হাসপাতালে।
হাসপাতাল সূত্রে খবর, এদিন সকালে এনআরএস হাসপাতালের চেস্ট বিল্ডিংয়ের নতুন করোনা ওয়ার্ডের তিন তলার শৌচাগারে গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখা যায় এক যুবককে। করোনা আক্রান্ত হওয়ায় ওই যুবককে দিন চারেক আগে হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুনঃঅব্যবস্থায় বিরক্ত খোদ ডেপুটি সিএমওএইচ, হাসপাতাল ছেড়ে গেলেন নার্সিংহোমে
যুবকের ঝুলন্ত অবস্থায় দেখে ছুটে আসেন হাসপাতালে কর্মীরা। যুবককে নামিয়ে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন । এরপরই তড়িঘড়ি হাসপাতাল থেকে খবর দেওয়া হয় তাঁর বাড়িতে।
পুলিশ জানিয়েছে ওই যুবকের নাম রাজকুমার বেরা। বয়স ৩৮ বছর। রাজকুমারের বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপে। তিনি বহু দিন ধরেই রক্তের জটিল সমস্যায় ভুগছিলেন এই এনআরএস হাসপাতালের হেমাটোলজি বিভাগে নিয়মিত চিকিৎসা করাতে আসতেন তিনি। কিন্তু কয়েক দিন আগেই তাঁর শরীরে সংক্রমণ ধরা পড়ে।
আরও পড়ুনঃহাসপাতাল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী করোনা আক্রান্ত ব্যাঙ্ক ম্যানেজার
গত ২ সেপ্টেম্বর এনআরএস-এ ভর্তি করা হয়েছিল তাঁকে। করোনা আক্রান্ত হওয়ায় ওই যুবক মানসিক অবসাদে ভুগছিলেন বলেই মনে করা হচ্ছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান মানসিক অবসাদের কারণেই ওই যুবক আত্মহত্যা করেছেন। তবে অন্য কোনও কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।


































































































































