তৃণমূল নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের উপর স্টিং অপারেশন করতে গিয়ে গ্রেফতার বেলঘরিয়ার বাসিন্দা তিন পড়ুয়া। ধৃতদের নাম অঙ্কন দত্ত, সঞ্জয় চক্রবর্তী, মৃণাল মুখোপাধ্যায়। তাঁদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন মদনবাবু।
আরও পড়ুন : ভারত-চিন সীমান্ত সংঘাতে ফের মধ্যস্থতার বার্তা দিলেন ট্রাম্প
তাদের মধ্যে একজন আবার প্রেসিডেন্সি কলেজের ছাত্র। খোঁজ নিয়ে জানা গিয়েছে এরা সকলেই নিজ নিজ এলাকায় বিজেপির সক্রিয় কর্মী। তৃণমূলের বদনাম করতেই এমন পরিকল্পনা ছিল তাদের। কিন্তু তার আগেই বালিগঞ্জ থানার পুলিশ এই তিন জনকে গ্রেফতার করেছে। প্রাক্তন মন্ত্রীর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে বালিগঞ্জ থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে ধৃতদের মোবাইল। পুলিশ জানার চেষ্টা করেছে এই পরিকল্পনার পিছনে আর কারা কারা যুক্ত ছিল। কাদের নির্দেশে এমন সাহস পেলো ওই তিন পড়ুয়া।
এদিকে, ছেলেদের এমন কাণ্ডের খবর পেয়ে গতকাল শুক্রবার রাতেই ধৃত ছাত্রদের পরিবারের লোকেরা মদন মিত্রের সঙ্গে গিয়ে দেখা করেন। তাঁর কাছে ক্ষমা চেয়ে নেন। এ বিষয়ে অবশ্য মদন মিত্রের কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি।
আরও পড়ুন : শিক্ষক দিবসের এমন উপহার, যা জানলে আপনিও গর্বিত হবেন!
































































































































