গুরুগ্রামে বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন বাঙালি চিকিৎসক। ৩৯ বয়সী চিকিৎসকের নাম সুরজিত কুমার সাহা। গুরুগ্রামের সেক্টর ৪৭ এর একটি বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন মেদান্ত হাসপাতালের ওই চিকিৎসক।
পুলিশ সূত্রে খবর, গুরুগ্রামের ফ্ল্যাটে একাই থাকতেন সুরজিত। তাঁর স্ত্রী লক্ষ্মী সাহা এবং বছর ছয়েকের মেয়ে থাকেন কলকাতায়। বিচ্ছেদের মামলা চলছিল। ফলে মানসিক অবসাদে ভুগছিলেন সুরজিত। মঙ্গলবারই ওই মামলার শুনানি ছিল। পুলিশ জানিয়েছে, আত্মহত্যা করার ঠিক আগেই স্ত্রীর সঙ্গে ফোনে কথা হয় ওই ব্যক্তির। তিনি ফোনে জানিয়েছিলেন, জানলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবেন।
পুলিশ সূত্রে খবর, ফোন রাখতেই তৎক্ষণাৎ গুরুগ্রাম পুলিশকে খবর দেন লক্ষ্মী। যদিও চিকিৎসকের পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের করা হয়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, “সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। তবে কারোর বিরুদ্ধে অভিযোগ করেননি তিনি। স্ত্রীর সঙ্গে সম্পর্কের অবনতির জেরেই সম্ভবত এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন ব্যক্তি।”

































































































































