সুশান্ত সিং রাজপুত মৃত্যুরহস্যে এখনও পর্যন্ত খুনের কোনও প্রমাণ পাননি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। সিবিআই সূত্রে একথা জানা গিয়েছে। যদিও তদন্তের স্বার্থে প্রতিদিন জিজ্ঞাসাবাদ, তথ্যপ্রমাণ সংগ্রহের কাজ অব্যাহত রয়েছে। সুশান্তের অস্বাভাবিক মৃত্যুর তদন্ত নিয়ে সিবিআইয়ের তদন্তকারী দলের তিন সদস্য পৃথকভাবে সর্বভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’-কে জানিয়েছেন, এখনও পর্যন্ত যে যে তথ্য তাঁদের হাতে এসেছে, তাতে সুশান্ত খুন হয়েছেন, এমন কথা বলা যাচ্ছে না। যদিও তাঁরা অনুসন্ধান চালিয়ে যাবেন। খুন না হলেও সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয়েছিল কিনা সেই বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
অন্যদিকে,সিবিআই মঙ্গলবার মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তীকে জেরা না করলেও জিজ্ঞাসাবাদ করেছে রিয়ার বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তী এবং মা সন্ধ্যা চক্রবর্তীকে। পাটনায় সুশান্তের বাবার করা এফআইআরে রিয়া ও শৌভিকের পাশাপাশি নাম রয়েছে তাদের বাবা-মা ইন্দ্রজিৎ এবং সন্ধ্যার। সুশান্তর পরিবারের এফআইআরে অভিনেতাকে মানসিক নির্যাতন এবং অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে তাঁদের বিরুদ্ধেও। এই প্রথম রিয়ার বাবা- মায়ের ডাক পড়েছিল সিবিআইয়ের ডিআরডিও অফিসে।
আরও পড়ুন- Breaking: মমতার আর্জি মানলেন মুকেশ, ইস্টবেঙ্গল আইএসএলে?
































































































































