দীর্ঘ টানাপোড়েনের পর সুপ্রিম কোর্টে বড় স্বস্তি পেল টেলিকম সংস্থাগুলি। মঙ্গলবার সুপ্রিম কোর্ট টেলিকম সংস্থাগুলির বকেয়া অর্থাৎ অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউ বা এডিআর মেটানোর জন্য ১০ বছর সময়সীমা বরাদ্দ করল। বিচারপতি অরুণ মিশ্রর নেতৃত্বাধীন বেঞ্চ এই রায় দেয়। ১০ বছরের এই সময়সীমা শুরু হবে ২০২১ সালের ১ এপ্রিল থেকে। পাশাপাশি শীর্ষ আদালতের নির্দেশ, মোট বকেয়ার ১০ শতাংশ মিটিয়ে দিতে হবে আগামী বছর ৩১ মার্চের মধ্যে। সুপ্রিম কোর্টের এই নির্দেশে সবচেয়ে বেশি উপকৃত হবে ভোডাফোন- আইডিয়া এবং ভারতী- এয়ারটেল। দুই সংস্থার বকেয়ার পরিমাণ যথাক্রমে ৫০ হাজার কোটি ও ২৬ হাজার কোটি টাকা। বকেয়া মেটানোর সময় বাড়ানো না হলে ব্যবসা গুটিয়ে নিতে হবে বলে আশঙ্কা প্রকাশ করেছিল দুই টেলিকম সংস্থাই। কেন্দ্রীয় সরকারও কর্মসংস্থান তথা টেলিকম পরিষেবা অব্যাহত রাখার স্বার্থে আদালতে সময় বাড়ানোর পক্ষে সওয়াল করে। শেষপর্যন্ত আদালত বকেয়া মেটাতে ১০ বছর সময় বরাদ্দ করল।
আরও পড়ুন : কর্মরত চিকিৎসকদের আসন সংরক্ষণ রাজ্যের এক্তিয়ারভুক্ত: সুপ্রিম কোর্ট


































































































































