পুজো আসছে। মাঠে-ঘাটে নদীর পাড়ে দেখা মিলছে কাশফুলের।

করোনা আবহে রাজ্যবাসীর মন খারাপের দিনেও ‘পুজো আসছে’ এই আনন্দ খানিকটা হলেও রয়েছে।

গোটা বিশ্বের বাতাসে এখন শুধুই সংক্রমণের আশঙ্কা। তবুও বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব।

আকাশের সাদা মেঘের সঙ্গে কাশফুলের মৃদু বাতাসে দোল খাওয়া প্রকৃতিতে শুধুই মুগ্ধতা ছড়ায়।

এছাড়াও চলতি বছরে মহালয়ার প্রায় ৩৫ দিন পরে দুর্গা পুজো। কলকাতায় পুজোর আনন্দের ছবিটা এবছর খানিকটা হলেও ম্লান।

ছবি : সঞ্জয় বিশ্বাস
































































































































