টানা দু’দিন। জঙ্গিমুক্ত অভিযানে বড়সড় সাফল্য পেলো নিরাপত্তা বাহিনী। গতকাল, শনিবারের পর আজ, রবিবার ভোররাতে ফের জম্মু ও কাশ্মীরের পান্থ চক এলাকায় নিরাপত্তা বাহিনী ও পুলিশের যৌথ বাহিনীর সঙ্গে গুলির লড়াই চলে জঙ্গিদের।
গতকাল রাত থেকে শুরু হওয়া এই সংঘর্ষেই খতম হয়েছে ৩ জঙ্গি। তবে এখনও তাদের পরিচয় জানা যায়নি। পশাপাশি ঘটনায় শহিদ হয়েছেন এক পুলিশকর্মীও। মৃত এএসআইয়ের নাম বাবু রাম। আরও কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর রয়েছে যৌথ বাহিনী কাছে। জোরকদমে চলছে তল্লাশি।


































































































































