শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের শর্তের বাড়াবাড়িতে তিতিবিরক্ত তৃণমূল এবার কড়া পদক্ষেপ নিল। তাদের সিদ্ধান্ত,” রত্না চট্টোপাধ্যায়-সহ কোনো বিষয়ে কোনো শর্ত নিয়ে শোভনদের আর সময় দেওয়া হবে না। শোভন যেমন বিজেপি দফতরে গিয়ে পতাকা হাতে যোগ দিয়েছেন, তেমনই আগে তৃণমূলের পতাকা হাতে দলে ফিরুন। তারপর অন্য কথা। অন্যথায় শোভনরা যা খুশি করতে পারেন। তৃণমূল গুরুত্ব দেয় না।” সূত্রের খবর, এই বার্তা “শোভনঘনিষ্ঠকে” দিয়ে দেওয়া হয়েছে। এর ফলে চাপে পড়ে গেলেন শোভন। এখন বিজেপি নেতাদেরও তাঁর বাড়ি গিয়ে ধরে রাখার চেষ্টার দরকার কমে গেল। শোভনকে হয় চুপচাপ তৃণমূলে ফিরতে হবে। না হলে এই প্রত্যাখ্যান হজম করে নানারকম চাপের মধ্যে বিজেপিতে থাকতে হবে। নইলে বাড়িতে বসেই আরও সময় নিতে হবে।


































































































































