দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করতে সচেষ্ট প্রধানমন্ত্রী । বৃহস্পতিবার এক ভার্চুয়াল বৈঠকে ফের প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর হওয়ার ডাক দিলেন নরেন্দ্র মোদি। আজ ভিডিও কনফারেন্সে তিনি বলেন, ‘অনেক বছর ধরে প্রতিরক্ষা ক্ষেত্রে আমদানিতে বিশ্বের অন্যতম প্রধান দেশ ভারত। দেশের স্বাধীনতার সময় প্রতিরক্ষা ক্ষেত্রে উৎপাদনের দুর্দান্ত সুযোগ ছিল। ১০০ বছরেরও বেশি সময় ধরে প্রতিরক্ষা ক্ষেত্রে উৎপাদনের পরিবেশ গড়ে উঠেছিল।কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেদিকে নজর দেওয়া হয়নি। এবার প্রতিরক্ষা ক্ষেত্রে উৎপাদনের চেষ্টা শুরু হয়েছে।
তিনি আরও বলেন, প্রতিরক্ষা ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ বাড়িয়ে ৭৪ শতাংশ করা হয়েছে। নতুন প্রযুক্তি গড়ে তোলা হচ্ছে এবং বেসরকারি সংস্থাগুলিকেও প্রতিরক্ষা ক্ষেত্রে উৎপাদনের সঙ্গে যুক্ত করা হচ্ছে।
কয়েক সপ্তাহ আগে ১০১টি প্রতিরক্ষা সরঞ্জামের আমদানির উপর নিষেধাজ্ঞা চাপাচ্ছে সংশ্লিষ্ট মন্ত্রক। অর্থাৎ আত্মনির্ভর হওয়ার আপ্রাণ চেষ্টা করছে ভারত।এই তালিকায়
শুধুমাত্র অস্ত্রের বিভিন্ন অংশই নেই। রয়েছে উন্নত প্রযুক্তি অত্যাধুনিক অস্ত্রও। যেমন আর্টিলারি বন্দুক, অ্যাসল্ট রাইফেল, ব়্যাডার, এয়ারক্রাফ্ট-সহ একাধিক উন্নতপ্রযুক্তির অস্ত্র রয়েছে।
































































































































