এবার মারণ ভাইরাসে আক্রান্ত হলেন কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র তথা বর্তমান কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর অন্যতম সদস্য অতীন ঘোষ। জানা গিয়েছে, তাঁর স্ত্রীও ভাইরাসে আক্রান্ত। বুধবার সন্ধেয় তাঁদের রিপোর্ট পজিটিভ আসে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, তাঁদের মেয়ের নমুনা পরীক্ষা আজ, বৃহস্পতিবার করা হবে।
কলকাতা পুরসভার তরফে বাড়ি বাড়ি গিয়ে র্যাপিড টেস্ট করানো হচ্ছে। জানা গিয়েছে, সেই টেস্ট করিয়েছিলেন প্রাক্তন ডেপুটি মেয়র ও তাঁর স্ত্রী। গত ১৯ তারিখ থেকেই জ্বর ছিল অতীন ঘোষের। তাঁর রিপোর্ট পজিটিভ আসতেই আতঙ্ক ছড়িয়েছে পুরসভায়। মঙ্গলবার পুরসভায় একটি বৈঠকে যোগ দেন তিনি। ফিরহাদ হাকিমের সঙ্গেও ঘণ্টা দেড়েক বৈঠক করেন। জানা গিয়েছে, বৃহস্পতিবার কলকাতা পুরসভা স্যানিটাইজ করা হতে পারে।

































































































































