মাঝারি মাপের ভূমিকম্পে কেঁপে উঠল দুর্গাপুর

0
2

মাঝারি মাপের ভূমিকম্পে কেঁপে উঠল মুর্শিদাবাদের বহরমপুর ও সংলগ্ন অঞ্চল। ইউরোপীয়-ভূমধ্য সিসমোলজিক্যাল সেন্টারের তরফে জানানো হয়েছে, বুধবার সকাল ৭টা ৫৪ মিনিটে মাঝারি ভূমিকম্প অনুভূত হয়।
কম্পন অনুভূত হয়েছে শিল্পশহর দুর্গাপুর ও তার আশপাশের বেশ কিছু এলাকায়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফ থেকে জানানো হয়েছে, এদিন রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.১। ১০ কিলোমিটার গভীর থেকে কম্পন পাওয়া গিয়েছে। জানানো হয়েছে, ভূমিকম্প মূলত অনুভূত হয়েছে দুর্গাপুরের ১১০ কিলোমিটার পূর্ব–উত্তর–পূর্ব দিকে।
তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি।