‘ঘেউ ঘেউ’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

0
2

নাম না করে একদিকে রাজ্যপাল অন্যদিকে পিএম কেয়ার ফান্ড নিয়ে তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার নবান্নে প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের সরকার যথেষ্ট স্বচ্ছতার সঙ্গে কাজ করে। কিছু কিছু লোক আছে কাজ নেই, কর্ম নেই ঘেউ ঘেউ করে ঘুরে বেড়ায়। মাস্ক কেনা নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে। আপনি আগে বলুন আপনার ‘টেক কেয়ার ফান্ড’-এ কত টাকা তোলা হয়েছে। অন্যকে প্রশ্ন করার আগে এসব ভাবতে হবে।”
সম্প্রতি রাজ্যপাল জগদীপ ধনকর করোনা সামগ্রী কেনাকাটা নিয়ে স্বেতপত্র প্রকাশ করার দাবি করেছেন। এমনকী তিনি স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন।
সোমবার নবান্ন সভাঘরে প্রশাসনিক বৈঠকে বিরোধীদের এক হাত নিয়ে তিনি বলেন, ‘‘কিছু কিছু লোক আছে, যারা শুধু ঘেউ ঘেউ করে ঘুরে বেড়ায়! অর্থ দফতরকে স্বচ্ছতার সঙ্গে কাজ করার ছাড়পত্র দেওয়া হয়েছে। ৩৪ বছরে সিপিএমের জমানায় যা ছিল, তার চেয়ে অনেক বেশি স্বচ্ছতা এখন নিয়ে আসা হয়েছে।’’
মুখ্যমন্ত্রী এ দিন বলেন, ‘‘ন’বছর সরকার চালাচ্ছি। কেউ বলতে পারবে না আমি এ সব নিয়ে কোনও দিন কাউকে বলেছি, এটা নয় ওটা করুন। আমাদের সরকার যথেষ্ট স্বচ্ছতা নিয়ে কাজ করে। একমাত্র সরকার যেখানে দফতরগুলি নিজেদের মতো করে কাজ করে। কোনও রাজনৈতিক হস্তক্ষেপ করা হয় না।’’ তাঁর বক্তব্য, সাধারণ মানুষ কোনও অভিযোগ করলেও সত্যতা যাচাই করে নেওয়া হয়। কোনও মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ এলে তদন্ত করে দেখে নেওয়া হয়। ঠিক সে ভাবেই অফিসারদের বিরুদ্ধে অভিযোগ আসায় তদন্ত করে দেখে নেওয়া হবে। এ নিয়ে এত হইচই করার কোনও কারণ নেই।