ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের তৃতীয় দিনে একা লড়াই করলেন পাকিস্তানের অধিনায়ক আজহার আলি। কিন্তু তাঁর সেঞ্চুরি সত্ত্বেও ফলো অন বাঁচাতে পারল না পাকিস্তান। ইংল্যান্ড প্রথম ইনিংসে আট উইকেটে ৫৮৩ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করেছিল। জবাবে তৃতীয় দিনে ২৭৩ রানেই পাকিস্তানের প্রথম ইনিংস মুড়িয়ে যায়। অধিনায়ক আজহার অপরাজিত থাকেন ১৪১ রানে। জিমি অ্যান্ডারসন নিয়েছেন পাঁচ উইকেট। ইংল্যান্ড অধিনায়ক জো রুট ফলো অন করানোর সিদ্ধান্ত নেন।
তবে টেস্ট ক্রিকেটে ১৭তম শতরানে তৃতীয় টেস্টের তৃতীয়দিন একটি ব্যক্তিগত মাইলস্টোন স্পর্শ করলেন আজহার আলি। ২০১৭ পর প্রথমবারের জন্য এশিয়ার বাইরে এদিন শতরান হাঁকালেন পাক অধিনায়ক। ইংল্যান্ডের পাহাড়প্রমাণ ৫৮৩ রানের সামনে দলের দুঃসময়ে কিছুটা হলেও ঢাল হয়ে দাঁড়াল আজহারের ব্যাট।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.






























































































































