কাশ্মীর ইস্যুতে একজোট হচ্ছেন বিরোধীরা। উপত্যকায় ৩৭০ ও ৩৫-এ ধারা ফেরানোর দাবিতে ফের সরব হচ্ছেন তারা। এক ছাতার তলায় এসে কেন্দ্রের বিরোধিতায় নেমেছে বিরোধী দলগুলি। এই আবহে নতুন করে কাশ্মীরে উত্তেজনার সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা কেন্দ্রের।
ন্যাশনাল কনফারেন্স, পিডিপি, কংগ্রেস, সিপিএম, পিপলস কনফারেন্সের মতো দলগুলি আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে। যৌথভাবে বিবৃতি প্রকাশ করেছে বিরোধী দলগুলি। ফারুক আবদুল্লা, মেহবুবা মুফতি, তারিগামী, সাজ্জাদ লোন-সহ কাশ্মীরের বিরোধী নেতৃত্বরা স্পষ্ট করে দিয়েছেন, মতাদর্শগত পার্থক্য থাকলেও কাশ্মীরের মর্যাদা ফেরাতে একজোট হয়েছেন তাঁরা।
প্রসঙ্গত, গত বছর ৫ অগাস্ট কাশ্মীরে ৩৭০ ও ৩৫-এ ধারা বাতিল করে কেন্দ্র। অশান্তি এড়াতে মাসের পর মাস ধরে কার্ফু জারি রাখা হয়। এমনকী ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয় সরকার। রাজনৈতিক নেতাদের গৃহবন্দী করে রাখে প্রশাসন। বিরোধী দলগুলি এতদিন পর্যন্ত নিজেদের মতো করে ৩৭০ ও ৩৫-এ ধারা ফেরানোর দাবি জানিয়ে এসেছে। এবার একজোট হচ্ছে তারা।

































































































































