মিথ্যা রটনা : দাউদের উপস্থিতি অস্বীকার করল ইসলামাবাদ !

0
2

ভারতের মিডিয়া মিথ্যা খবর রটাচ্ছে । পাকিস্তানে দাউদ নেই। ২৪ ঘণ্টার মধ্যে ভোলবদল করে এমনটাই জানাল ইসলামাবাদ। বরং ভারতীয় মিডিয়া মিথ্যা খবর রটাচ্ছে বলে অভিযোগ করে বসল পাকিস্তানের বিদেশ মন্ত্রক। বিবৃতি বলা হয়েছে, “দেশের মাটিতে দাউদের উপস্থিতির কথা স্বীকারই করেনি পাকিস্তান। সংবাদমাধ্যমের রিপোর্ট সম্পূর্ণ ভ্রান্ত।”

প্রসঙ্গত, আন্তর্জাতিক মঞ্চের চাপের মুখে বাধ্য হয়ে ৮৮টি সংগঠন ও তাদের নেতাদের উপর আর্থিক নিষেধাজ্ঞা জারি করেছে ইমরান খানের প্রশাসন। ওই তালিকায় রয়েছে ‘ডি-কোম্পানি’র প্রধান কুখ্যাত ডন দাউদ ইব্রাহিম। পাকিস্তানের প্রকাশিত তালিকায় দাউদের বাড়ির ঠিকানা করাচি শহরে দেখানো হয়েছে। ফলে এতদিন দাউদ যে তাদের দেশেই লুকিয়ে ছিল সেই কথা মেনে নিল ইসলামাবাদ। ইমরান প্রশাসনের দাবি, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে তারা যথেষ্ট পদক্ষেপ করেছে। নয়া নিষেধাজ্ঞার ফলে আপাতত তালিকায় থাকায় সংগঠন বা ব্যক্তিদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হবে। ফলে সেগুলি থেকে কোনও আর্থিক লেনদেন করতে পারবে না তারা।

কিন্তু খবর ছড়িয়ে পড়তেই ২৪ ঘণ্টার কাটার আগেই ভোলবদল করল ইসলামাবাদ।  পাকিস্তান বিদেশমন্ত্রকের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, “নতুন করে জারি করা আর্থিক নিষেধাজ্ঞা নিয়ে ভুল তথ্য প্রকাশ্যে এসেছে। পাকিস্তানের মাটিতে দাউদ ইব্রাহিমের উপস্থিতি নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অসত্য।” আর এই বিবৃতি নিয়ে নতুন করে শুরু হয়েছে জল্পনা।